তুঙ্গে বিতর্কের ঝড়। এবার মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করল ‘জাতীয় বাংলা সম্মেলন’ নামে একটি বাংলা জাতীয়তাবাদী সংগঠন। এই সংগঠনের অভিযোগ, বাঙালি বিরোধী মন্তব্য করেন বিবেক বিন্দ্রা তার একটা ভিডিওতে। যেখানে বিবেক বিন্দ্রা বলেন, বাঙালি হল অলস জাতি, কাজকর্ম থেকে বেশি আড্ডা মারতে বেশি ভালোবাসে, ভিক্ষা করার দিক থেকে বাঙালিরা সবার প্রথমে।
পাশাপাশি, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কটাক্ষ করে বিন্দ্রা বলেন, বাঙালি ভাত খেয়ে ঘুমাতে বেশি পছন্দ করে কাজ কর্ম করা এদের রক্তে নেই। ‘জাতীয় বাংলা সম্মেলন’-এর তরফে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটা বাঙালি জাতিকে অপমান করাই শুধু নয়, ছোট করাও। এই নিয়ে সংগঠনটির তরফে প্রগতি ময়দান থানায় দায়ের করা হয়েছে এফআইআর।