মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেসের যেন শনির দশা চলছে! কিছুদিন আগেই মোষের পালের ধাক্কায় গৈরতপুর-বতবা স্টেশনের মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেনটি। তার পর একবার গরু এবং একবার ষাঁড়ের গুঁতো খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল। আবার, এই ট্রেনের ধাক্কায় প্রাণও গিয়েছে একাধিক। আর এবার এই ট্রেনের খাবারের গুণগত মান নিয়ে ফের অভিযোগ করলেন যাত্রীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগদ এনজেপি থেকে হাওড়া স্টেশনে পৌঁছয় বন্দে ভারত এক্সপ্রেস। তখন ট্রেনে থেকে নেমে যাত্রীরা খাবারের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনে যে খাবার দেওয়া হয়েছে তাঁর গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। সি-১৩ কোচের যাত্রীদের অভিযোগ, রাতের খাবারে তাদের যে ডাল দেওয়া হয়েছিল, তা পচে গিয়েছিল। এমনকী সেই ডাল থেকে গন্ধ বের হচ্ছিল। খাবারের এই খারাপ মান নিয়ে আইআরসিটিসি-তে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা।
চাপের মুখে আইআরসিটিসির তরফে জানানো হয়েছে যাত্রীদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে। যাত্রীদের আনা অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলে খাবার সরবরাহকারী সংস্থাকে জরিমানা করা হবে। উল্লেখ্য, উদ্বোধনের পর পরই বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসে ঘিরে একাধিক অভিযোগ উঠেছিল। ওয়াইফাইয়ের সুবিধা না মেলা, শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না-পারার মতো পরিষেবাগত বহু অভিযোগ জানিয়েছিলেন যাত্রীরা।