ভারতে থাকতে হলে আধিপত্যের মনোভাব ত্যাগ করতে হবে! এবার মুসলিমদের সরাসরি এমনই হুঁশিয়ারি দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, এদেশে হিন্দুরা ধর্মের প্রতি অতীতের অবিচারের বিরুদ্ধে এখন যুদ্ধরত। এই সময় তাদের মধ্যে কখনও কখনও উগ্রতা দেখা দিতে পারে।
ভাগবতের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে নাগরিক মহলে শোরগোল শুরু হয়েছে। অনেকেই বলছেন, আরএসএস প্রধান আসলে মুসলিমদের নিশানা করেছেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। হিংসায় উস্কানি দিচ্ছেন। ইতিমধ্যেই ভাগবতের মন্তব্যের সরাসরি নিন্দা করেছে সিপিএমের পলিটব্যুরো এবং হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি।
ওয়েইসি বলেছেন, মুসলিমরা মোটেই ধর্মীয় আধিপত্য কায়েম করছে না। তারা মানবতা ও সমানাধিকার দাবি করছে। অন্যদিকে, সিপিএম বলেছে, ভাগবত সরাসরি মুসলিমদের হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি হিংসায় উস্কানি দিচ্ছেন। ধর্মের মর্যাদা রক্ষার নামে সংখ্যাগরিষ্ঠের উগ্র আচরণকে মান্যতা দিচ্ছেন।