হুমকি দেওয়াই হোক বা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। সেই তালিকায় যেমন রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তেমনই রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। বৃহস্পতিবার এই দুই বিজেপি নেতাকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল দাবি করেন, বিরোধী দলনেতা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করছেন। এতে মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে। ছড়াতে পারে হিংসাও। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আদালতের। শুভেন্দু অধিকারীর ‘ভেজাল হিন্দু’ মন্তব্য নিয়ে ঘুরিয়ে তোপ দাগেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, ‘আমি বিচারপতি রাজাশেখর মান্থাকে অনুরোধ করব, আপনি স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিন। এটা হেট স্পিচের মধ্যে পড়ে। আপনার চেয়ার থেকে দোষ হিসাবে বিবেচনা করে ব্যবস্থা নিন।’ তৃণমূল মুখপাত্রের মতে, নন্দীগ্রামের সভায় সাংবাদিকদের সামনে যে ভাবে বিরোধী দলনেতা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।