তাৎপর্যপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। ৯০ দিনের মধ্যেই শেষ করতে হবে আবাস যোজনার ১১ লক্ষ ২৩ হাজারেরও বেশি বাড়ি তৈরির কাজ। নাহলেই ফেরত চলে যাবে কেন্দ্রের বরাদ্দ টাকা। কাজেই এবার আবাস যোজনা নিয়ে জেলা প্রশাসনকে বিস্তারিত গাইডলাইন বেঁধে দিল নবান্ন। এখানেই শেষ নয়, সময়ে যাতে কাজ শেষ হয়, তা নিশ্চিত করতে পঞ্চায়েত থেকে ব্লক অফিস, আধিকারিকদের বিশেষ ভাবে পুরস্কৃত করার কথা ঘোষণা করল নবান্ন। দেওয়া হবে ইনসেনটিভও। সম্প্রতি বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে আবাস যোজনা নিয়ে ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের পঞ্চায়েত দফতর। সূত্রের খবর, সেই বৈঠকেই এই গাইডলাইন জেলা প্রশাসকদের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নের গাইডলাইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সময়ের মধ্যে বাড়ি তৈরি কাজ শেষ করার উপরে। কী ভাবে কোন সময়ে আবাস মেলার আয়োজন করতে হবে, কী ভাবে ইটভাটা থেকে ইট সংগ্রহ করে শৌচালয় তৈরি করাতে হবে, প্রত্যেক বাড়িকে কী ভাবে জিও ট্যাগিং করতে হবে, সমস্ত কিছুই উল্লেখ রয়েছে এই গাইডলাইনে। নবান্নের গাইডলাইনের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ‘মুচলেকা’। গাইডলাইনে জানানো হয়েছে, আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির কাজ শুরু হওয়ার আগে বাধ্যতামূলক ভাবে একটি মুচলেকায় সই করতে হবে প্রত্যেক গৃহপ্রাপককে। সেখানে লেখা থাকবে, “সরকারি নকশা মেনে ৯০ দিনের মধ্যেই বাড়ি নির্মাণ করবেন। এ ব্যাপারে প্রকল্পে যে নির্দেশিকার দেওয়া রয়েছে, তা মেনেই এই নির্মাণ করতে হবে।” ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গিয়েছে এই কার্যপ্রণালী।
