আগামী ৩০শে জানুয়ারি সমাপন ঘটতে চলেছে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রার। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অনুষ্ঠিত হবে এই পদযাত্রার সমাপ্তি কর্মসূচী। তাতে যোগ দেওয়ার জন্য ২১টি অ-বিজেপি দলের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ এ কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘‘সম্প্রীতি ও সাম্যের বার্তাকে শক্তিশালী করতে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি কর্মসূচিতে ২১টি সহযোগী এবং সমমনোভাবাপন্ন দলের প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।’’ আমন্ত্রিতদের তালিকায় রয়েছে সহযোগী শিবসেনা, আরজেডি, জেডি(ইউ), বাম দলগুলি। পাশাপাশি রয়েছে , তৃণমূল, তেলুগু দেশম, ভারত রাষ্ট্র সমিতি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র মতো দল। কিন্তু ডাকা হয়নি আম আদমি পার্টি (আপ)-কে।
পাশাপাশি, কংগ্রেস সূত্র অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং পিডিপির মেহবুবা মুফতি ভারত জোড়োতে যোগ দিতে পারেন। উপত্যকার জনপ্রিয় বাম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিও যোগ দেবেন রাহুলের কর্মসূচিতে। প্রসঙ্গত, এর আগে আমন্ত্রণ পেয়েও উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি) এবং মায়াবতী (বিএসপি) রাহুলের যাত্রা এড়িয়ে গিয়েছিলেন। একই পথে হেঁটেছিলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরেওয়ালও। গত ৭ই সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী।