একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ মেঘালয়। সে রাজ্যে ক্ষমতা দখল করতে এবার তৃণমূলের নতুন তাস এমওয়াইই কার্ড। এই কার্ডের মাধ্যমে মেঘালয়ের যুব সমাজের মন পেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সাড়াও ভালই মিলছে।
মেঘালয় বিধানসভায় এখন প্রধান বিরোধী দল তৃণমূল। আগামী ফেব্রুয়ারিতেই ভোট সেখানে। আর তাতে যুব ভোট পেতে এমওয়াইই কার্ড ও মহিলা ভোট পেতে ডব্লিউই কার্ডের উপর ভরসা রাখছে তৃণমূল। গত মাসেই তৃণমূলের তরফে মহিলাদের জন্য ডব্লিউই কার্ড ঘোষণা করা হয়েছিল। যার মাধ্যমে সমস্ত মহিলাদের মাসিক এক হাজার টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। এবার বেকার যুবকদের জন্যে ঘোষণা করে দেওয়া হল এমওয়াইই কার্ডের এর কথা।
প্রসঙ্গত, এমওয়াইই কার্ড আদতে হল মেঘালয় ইয়ুথ এমপ্লয়মেন্ট কার্ড। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেঘালয়ের যুবরা www.tmcmyecard.com গিয়ে এখন থেকেই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন৷ তাঁদের নাম এখন থেকেই দলের কাছে নথিভুক্ত করা থাকবে। তৃণমূল কংগ্রেস সরকারে এলে কর্মসংস্থানের যে কাজ শুরু হবে, তাতে এই যুবরা অগ্রাধিকার পাবেন। মেঘালয় তৃণমূল সূত্রে খবর, এই এমওয়াইই কার্ড ব্যাপক সাড়া ফেলেছে যুবদের মধ্যে। গত ৯৬ ঘণ্টায় ৩০ হাজার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে।