গত ২ মাস ধরে এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করছেন বিহারের বক্সরের কৃষকরা। মঙ্গলবার আচমকাই হিংসার আকার নিল সেই জমি আন্দোলন। গতকাল মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। আর তারপরই বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকরা। যার ফলে অশান্ত হয়ে উঠেছে এলাকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্মীয়মাণ বিদ্যুতের প্ল্যান্টেও ভাঙচুর চালান আন্দোলনকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, গত দু’মাস ধরে বিহার সরকারের চৌসা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি নিয়ে বক্সরে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, যে জমি সরকার অধিগ্রহণ করেছে, তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। কৃষকদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ দিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চাইছে সরকার। মঙ্গলবার রাতে গ্রামে ঢুকে কৃষক পরিবারের সদস্যদের বেধড়ক লাঠিপেটার অভিযোগ উঠেছে। শীতের রাতে পুলিশি ‘হেনস্থা’ থেকে রক্ষা পাননি মহিলারাও। ইতিমধ্যে সিসিটিভিতে ভাইরাল হয়েছে পুলিশের এই কৃষক ‘পেটানো’র ছবি।
