আজ থেকে চালু হল তৃণমূল কংগ্রেসের ‘দিদির দূত’ অ্যাপ। তৃণমূল সূত্রের খবর, এবার থেকে এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনেই মিলবে সরকারের যাবতীয় সামাজিক প্রকল্পের হদিস। দুয়ারেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের কাছে পৌঁছতে মরিয়া তৃণমূল। তাই এবার একেবারে পশ্চিমবঙ্গবাসীর স্মার্টফোনেই পৌঁছে যাওয়ার বন্দোবস্ত করেছে তারা। ডিজিটাল ব্যবস্থায় মানুষের কাছে পৌঁছতে চালু করেছে ‘দিদির দূত অ্যাপ’।
বুধবার অ্যাপ শুরুর দিনে ১ মিনিট ১৬ সেকেন্ডের বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। বার্তায় তিনি বলেছেন, “এবার থেকে স্মার্টফোনকেই অস্ত্রে পরিণত করুন। তৃণমূল সূত্রের খবর, এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব অনুষ্ঠানেরই ‘লাইভ স্ট্রিমিং’ হবে এই অ্যাপে।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন,”দিদির দূত অ্যাপ ডাউনলোড করুন৷ এর মাধ্যমে সরাসরি আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন দিদিকে। মমতা বন্দোপাধ্যায়ের যে কোনও অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। তার ঘোষণা করা যে কোনও সরকারি কর্মসূচি সংক্রান্ত তথ্যও জানতে পারবেন।
অভিষেক জানান, ‘প্রচার সংক্রান্ত যে কোনও তথ্য ছবি, ভিডিও এই অ্যাপ মারফত জানা যাবে। দিদির উন্নয়নের কাজে একজন বার্তাবাহক হিসাবে এই অ্যাপ ডাউনলোড করুন। যে বিপুল কাজ হয়েছে, তা যেন আপনাদের এলাকায় ত্বরান্বিত ও অব্যাহত থাকে, তা দেখুন৷ আপনিও দিদির সৈনিক, নিজের স্মার্ট ফোনকে অস্ত্রে পরিণত করুন’।