দেখতে দেখতেই নতুন বছরের ১০ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠায়নি কেন্দ্র। তাই বাকি ৮০ দিনে কী করে প্রায় সাড়ে ১১ লক্ষ বাড়ি তৈরির কাজ শেষ করা হবে তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছে রাজ্য। যদিও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশ মতো বাড়ি অনুমোদনের কাজ দ্রুত গতিতেই এগোচ্ছে রাজ্যে। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, প্রথম ছ’টি কাজের দিনে ৬ শতাংশ অনুমোদনের কাজ এগিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ লক্ষ ১৯ হাজার বাড়ির অনুমোদন দিয়েছিল রাজ্য। যা ছিল মোট বাড়ির ৮৯ শতাংশ। আর মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তা বেড়ে ১০ লক্ষ ৭৬ হাজার ৪০০টি হয়েছে। অর্থাৎ নয়া বছরের ছ’টি কাজের দিনে ৫৭ হাজার ৪০০টি নতুন বাড়ির অনুমোদন দিয়েছে পঞ্চায়েত দফতর। দফতরের কর্তারা জানাচ্ছেন, অনুমোদন দেওয়ার দিন থেকে ৪০ দিনের মধ্যে জানালা পর্যন্ত গাঁথনি করে ফেলতে হবে। তার আরও ৩৫ দিনের মধ্যে লিন্টেল পর্যন্ত গাঁথনি সেরে ফেলতে হবে উপভোক্তাদের। এর ১৫ দিন পর বাড়ির কাজ দেখতে ভেরিফিকেশনের জন্য যাবে সরকারি টিম। কিন্তু টাকা না আসায় কোনও কাজই সময় মেনে এগোচ্ছে না। ফলে কীভাবে ৩১ মার্চের মধ্যে কাজ শেষ হবে তাই ভেবে পাচ্ছেন না তাঁরা।
