‘পাণ্ডবরা নোটবন্দী করেনি। পাণ্ডবরা প্রজাদের উপর ভুলভাবে জিএসটি লাগায়নি। কারণ তাঁরা তপস্বী ছিলেন’। বিজেপিকে আক্রমণ করে এ কথা বলেন রাহুল গান্ধী। কংগ্রেসকে পাণ্ডব এবং আরএসএস-কে কৌরবের সঙ্গে তুলনা করেন তিনি। রাহুল বলেন, ‘একবিংশ শতাব্দীর কৌরবরা খাঁকি রঙের হাফপ্যান্ট পরে’।
নিজের দলকে পাণ্ডবের সঙ্গে তুলনা করে রাহুল বলেন, ‘পাণ্ডবেরা নোট বাতিল করেছে কি? ভুল ভাবে জিএসটি প্রয়োগ করেছে কি? তারা কি কখনও এমনটা করেছে? না, কোনওদিন নয়। কেন? কারণ তাঁরা তপস্বী ছিলেন। তাঁরা জানতেন, নোট বাতিল, ভুল জিএসটি, কৃষি আইন আসলে চুরি করার উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু আপনারা মানুন আর না মানুন, তাঁর পিছনে ভারতের ২ থেকে ৩ জন ধনী ব্যক্তি ছিলেন।’
এরপর আরএসএসকে কৌরবের সঙ্গে তুলনা করেন রাহুল। তোপ দেগে বলেন, ‘একুশ শতকের কৌরবদের বিষয়ে বলছি। তারা খাকি রঙা হাফ প্যান্ট পরে। তাদের হাতে লাঠি থাকে এবং তাদের অনেকগুলি শাখা আছে। ভারতের ২ থেকে ৩ জন ধনী ব্যক্তি এই কৌরবদের সঙ্গে দাঁড়িয়ে আছে।’
রাহুল আরও বলেন, ‘আপনারা মনে রাখবেন, আরএসএস কখনও হর হর মহাদেব বলে না। কখনও বলে না কেন? আমি এটা নিয়ে ভেবেছি। কারণ ভগবান শিব একজন তপস্বী। আর ওরা ভারতের ‘তপস্যা’র উপর আক্রমণ হেনেছে। তাই ‘হর হর মহাদেব’ বলতে পারে না।’ রাহুল আরও বলেন, ‘তারা জয় সিয়া রাম বলে না, কারণ সীতাজিকে মন থেকে বের করে দিয়েছে। ওরা আমাদের ইতিহাস, মূল্যবোধের বিরুদ্ধাচরণ করছে’।