সারা বাংলাজুড়েই জাঁকিয়ে পড়েছে শীত। গত ২৪ ঘণ্টায় পারদ কিছুটা উর্ধ্বগামী হলেও, ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে প্রবলভাবে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। গঙ্গাসাগর মেলা পর্যন্ত শীতের এই ইনিংস জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-এ ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদাতেও থাকবে গাঢ় কুয়াশার আবরণ।
পাশাপাশি, হাওয়া অফিসের তরফে বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে আরও সামান্য বাড়বে তাপমাত্রা। তবে তা এই সময়ের স্বাভাবিক, অর্থাৎ ১৫ ডিগ্রির সীমা পেরোবে না তাপমাত্রার পারদ। পাশাপাশি এও বলা হয়েছে মকর সংক্রান্তিতেও এই শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে, আগামী আটচল্লিশ ঘন্টা উত্তর ও দক্ষিণ বঙ্গে শীত বহাল থাকবে। তাপর থেকে ধীরে ধীরে সামান্য তাপমাত্রা বাড়বে। তবে শীতের আমেজ বজায় থাকবে। রাতের তাপমাত্রা ১৩.২ ডিগ্রি থেকে সামান্য কমে ১৩ ডিগ্রি হবে। দিনের তাপমাত্রা ২৩.১ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে ২৫.৪ ডিগ্রি হবে। সকালে খুব হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩ দিন আবহাওয়া একইরকম থাকলেও, তারপর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।