বিরোধীদের উদ্দেশে বেফাঁস বা বিতর্কিত মন্তব্য করাই হোক বা হুমকি দেওয়া— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই ধারা বজায় রেখেই পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিলেন রাজস্থানের বিজেপি সাংসদ। একটি গুলিচালনার মামলায় তাঁর অনুগামী কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল রাজস্থান পুলিশ। তাতেই রাগে অগ্নিশর্মা হলেন বিজেপি সাংসদ বাবা বালকনাথ। একগাদা সমর্থক নিয়ে থানায় হাজির হয়েছিলেন তিনি, যদিও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।
এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে আলওয়ারের সাংসদকে চিৎকার করে বলতে শোনা যায়, ওদের (কংগ্রেস) সময় শেষ হবে ৯ মাস পরেই। তারপর ওরা (পুলিশ) এই কাজকর্মের জন্য আক্ষেপ করবে। এখানেই থেমে থাকেননি বাবা বালকনাথ। পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট আনন্দ রাওয়ের উদ্দেশে হুমকি দিয়ে বলতে থাকেন, ও সারাজীবন এই কাজের জন্য আক্ষেপ করবে। এই লোকটাকে আমি জীবনে কোনওদিন শান্তিতে থাকতে দেব না।
পুলিশকর্মীরা বিজেপি সাংসদকে শান্ত করার চেষ্টা করলেও কাজ হয়নি। উল্টে তিনি বলেন, আমরা কাউকে ছাড়ব না। ওরা যাতে ১০০ শতাংশ শাস্তি পায় তা নিশ্চিত করব। এই ঘটনা যখন ঘটছে, পুলিশ সুপার আনন্দ রায় থানায় উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, শুটআউটের ঘটনায় এক অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, বাবা বালকনাথের কিছু সমর্থকের সঙ্গে স্থানীয় অপরাধীর যোগাযোগ আছে। এই সূত্র ধরেই চার সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বেহরোর থানা। তারপরই রবিবার সকালে থানায় এসে হাজির হন খোদ বালকনাথ।