সারদা মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর থেকে তাঁর পাসপোর্ট জমা রয়েছে সিবিআইয়ের কাছে। কারণ অনেক শর্তের মধ্যে অন্যতম শর্ত ছিল দেশ ছাড়া চলবে না। কিন্তু একটি কারণে সিঙ্গাপুর যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কুণালকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। আদালত বলেছে, পাঁচ লক্ষ টাকা জমা রেখে কুণালকে বিদেশ যেতে হবে। সেইসঙ্গে দিনক্ষণও বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বাগচীর বেঞ্চ বলেছে ১৬-৩১ জানুয়ারির মধ্যে বিদেশের কাজ মিটিয়ে ভারতে ফিরতে হবে। তারপর আবার পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে একটি সরকারি পলিটেকনিক সংস্থায় সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিষয়ে ক্লাস নিতে যাবেন কুণাল। তিনি জানিয়েছেন, ‘এই প্রথম আমি বিদেশ যাওয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম। আদালত তা মঞ্জুর করেছে।’ এর আগের দিনের শুনানিতে সিবিআই বলেছিল, কুণালের বিদেশ যাওয়ার বিরুদ্ধে তারা তাদের লিখিত বক্তব্য জানাবে। কিন্তু এদিন কোনও লিখিত বক্তব্য জানায়নি সিবিআই। তারা মৌখিকভাবে কিছু আপত্তি তুলেছে। সিবিআই আর্জি জানিয়েছিল, ওই অনুষ্ঠানে কুণাল ভার্চুয়ালি যোগ দিন। সশরীরে তাঁকে যেন যেতে না দেওয়া হয়। কিন্তু আদালত সাংবিধানিক অধিকারের কথা বলে কুণালের যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল।