এর আগে তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর তারই ২৪ ঘণ্টার ব্যবধানে পুলিশ-প্রশাসনকে আক্রমণ করে বিতর্কে জড়ালেন বিজেপির সৌমিত্র খাঁ-সুকান্ত মজুমদার।
সোমবার সকালে বাঁকুড়ার আকুইবাদ গ্রামে কর্মিসভা ছিল সুকান্ত মজুমদারের। সেখানে বিডিও ও পুলিশ প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি সভাপতি সুকান্ত। বলেন, ‘পুলিশ ও বিডিও তৃণমূলের দালালি করলে যা ট্রিটমেন্ট দরকার সেটাই করবেন।’ তাঁর মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এরপরই বিষ্ণুপুরে আরও একটি সভা ছিল বিজেপির। সেখানে ছিলেন, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-সহ অন্যান্যরা। সেই সভাতেই সৌমিত্র খাঁ বলেন, ‘পুলিশ যদি বলে আমরা কাউকে ভোট দিতে দেব না, তাহলে আমরাও কিন্তু জুতো মারতে জানি।’ এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘ওদের আর কোনও নীতি নেই। যা খুশি তাই বলছে। যা খুশি তাই করছে। এটাকে রাজনীতি বলে না।’