রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক। দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি। আগেই এমন করেছিলেন আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবার ‘বিহারীবাবু’র পর তৃণমূলের আরও এক জনপ্রতিনিধির মুখে শোনা গেল ভারত জোড়ো যাত্রার প্রশংসা। এই যাত্রাকে ‘সৎ, ভাল’ উদ্যোগ বললেন বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সোমবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে অভিনেতা-বিধায়ক বলেন, ‘বিনোবা ভাবে হেঁটেছিলেন। রাহুল গান্ধী হাঁটছেন। ভাল তো। যে যার মতো ভারতকে জোড়ার চেষ্টা করছেন। খারাপ কী!’
গতকাল ভারত জোড়ো যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিরঞ্জিত জানান, ‘কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হাঁটছেন রাহুল। সৎ উদ্যোগ। ভাল উদ্যোগ। নেতিবাচক কোনও মনোভাব নেই। যে যার মতো করে ভারতকে জোড়ার চেষ্টা করছেন, ভাল তো।’