‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এই গানের কারণে ইতিমধ্যেই এই ছবিকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি। প্রথমে ছবি বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তারপর প্রতিবাদে রাস্তায় নামেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দেন সেখানকার পরমহংস আচার্য। এবার ‘বেশরম’ সমালোচকদের একহাত নিলেন জাভেদ আখতার। ব্যঙ্গ করে বললেন, যে প্রতিটা ধর্মের আলাদা আলাদা সেন্সর বোর্ড আছে। বিগত বেশ কয়েকদিন ধরেই বহু তারকা এই বিতর্কে সরব হয়েছেন। এবার সেই দলে নাম লেখালেন বলিউডের প্রবীণ গীতিকার।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ‘বেশরম রং’ মুক্তির পর পরই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র হুমকি দিয়ে বলেছিলেন, তাঁর রাজ্যের এই ছবিটি ততক্ষণ প্রদর্শিত হবে না যতক্ষণ না এই ছবির বেশ কিছু দৃশ্যে বদল আনা হচ্ছে এবং পোশাকের রং বদল করা হচ্ছে। এ নিয়ে জাভেদ আখতার বলেন, ‘যদি উনি (নরোত্তম মিশ্র) ভাবেন যে মধ্যপ্রদেশের জন্য আলাদা সেন্সর বোর্ড থাকা উচিত, তাহলে তাঁরা ছবিটি আলাদা ভাবে দেখতেই পারেন। আর তাঁরা যদি কেন্দ্রীয় সরকারের ফিল্ম সার্টিফিকেশন নিয়ে অখুশি হন তাহলে আমাদের তার মধ্যে আসা উচিত নয়। এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার।’ ধর্মের সেন্সর বোর্ড নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেন্দ্রে একটি সেন্সর বোর্ড আছে, মধ্যপ্রদেশে আরও একটি সেন্সর বোর্ড তৈরি হবে। সমস্যা কোথায়? আমাদের দেশে ৪-৫ টি প্রধান ধর্ম আছে, আর তাদের সবার নিজেদের একটি করে সেন্সর বোর্ড থাকা উচিত। তাহলে হয়তো মৌলবীরা ছবি দেখা শুরু করবেন। প্লিজ এটা করুন। এটা করুন।’