রাজ্যে দুই বিরোধী দল বিজেপি ও সিপিআইএম। দুই দলের রাজনৈতিক অবস্থান দুই মেরুতে হলেও, সমবায় কৃষি উন্নয়ন নির্বাচনকে কেন্দ্র করেই জোট বেধেছিল বাম ও বিজেপি। কিন্তু আখেরে লাভ হল না। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঝেকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারল না এই জোট। ১২টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনে লড়াই হচ্ছিল বাম-বিজেপি জোট বনাম তৃণমমূল কংগ্রেসের। ১২টি আসনের মধ্য়ে একটিতে বিরোধীরা প্রার্থী দিতে না পারায়, ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছিল তৃণমূল। এবার ১১টি আসনের ফলপ্রকাশ হতে দেখা গেল, সবকটিতেই জয়ী হয়েছে শাসক শিবির। একটি আসনেও খাতা খুলতে পারল না বাম-বিজেপির জোট। ফলে ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের দখলেই থাকল।
রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল ভোট ঘিরে। শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয়, তার জন্য বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল ভোটকেন্দ্রে। ভোটের ফল প্রকাশের পরই উচ্ছাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। একে অপরকে মাখিয়ে দেন সবুজ আবির। দলীয় সমর্থকদের দাবি, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে। এই নির্বাচনের ফল তারই প্রমাণ দিল আরেকবার।