সোমবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি২০ সম্মেলনের দুটি বৈঠকের একটির সূচনা হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। উদ্বোধনী ভাষণে চিরন্তন ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তাই ছড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
সম্মেলনে মমতা বললেন, ‘আপনাদের দেশ, আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও। এত বড় একটা সম্মেলনের আয়োজন করতে পেরে, এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি ধন্য’। এদিন ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম জি-২০ সম্মেলনের আলোচ্য বিষয়।
এবারের ১৮ তম জি-২০ সম্মেলন ভারতে আয়োজিত হচ্ছে, সেই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই পাকা হয়ে গিয়েছিল কলকাতাকেও বাড়তি গুরুত্ব দেওয়ার বিষয়টি। বাংলার রাজধানী শহরে ২টি বৈঠক হওয়ার সূচিও স্থির ছিল। প্রথমটি চলছে সোমবার। প্রস্তুতি শুরু হয় রবিবার থেকে। অনুষ্ঠানস্থল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে গোটা শহরই সাজানো হয়েছিল অতিথিদের জন্য। সোমবার সেই নতুন সাজেই জি-২০ দেশের প্রতিনিধিদের স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যেহেতু এদিনের আলোচ্য বিষয় মূলত অর্থনীতি, তাই মুখ্যমন্ত্রীর ভাষণে প্রথমেই এল এ রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গ। রাজস্ব বৃদ্ধি থেকে শুরু করে জিডিপির হার বৃদ্ধি, করোনাকালে অর্থনৈতিক সচলতা বজায় রাখা-সহ একাধিক বিষয় সম্পর্কে ভাষণে বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী। এরপর বাংলার বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা তুলে ধরেন।