বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচ দেওয়ার অঙ্গীকার করা সত্ত্বেও তা না করার অভিযোগে ফের বিস্ফোরক বরুণ গান্ধী। বিজেপি নেতার দাবি, বিরল রোগে ভুগতে থাকা শিশুদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে দেওয়ার কথা কেন্দ্রের। কিন্তু একজনও সাহায্য পাননি।
নিজের টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেছেন বরুণ। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘গত বছর সরকার আশ্বাস দিয়েছিল বিরল রোগে আক্রান্ত রোগীদের ৫০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার। এখনও পর্যন্ত কোনও রোগীই উপকৃত হননি এই প্রকল্প থেকে। চিকিৎসার অপেক্ষা করতে করতে মারা গিয়েছে ১০টি শিশু। আমি মনসুখ মাণ্ডব্যকে অনুরোধ জানিয়েছি, দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করে টাকাগুলি দেওয়ার ব্যবস্থা করার জন্য।’
সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিটিও তিনি জুড়ে দিয়েছেন। সেখানে বরুণকে উল্লেখ করতে দেখা গিয়েছে, দেশে বিরল রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪৩২ জন। কিন্তু তারা কেউই সরকারি আর্থিক সাহায্য পায়নি।