কলকাতায় মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে গড়ে ওঠা এই মাল্টি লেভেল কার পার্কিং ‘সম্পন্ন’-কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে বাস থেকে শুরু করে গাড়ি সবই পার্ক করা যাবে। বাস পার্কিংয়ের জন্য লাগবে ২০ টাকা। গাড়ি পার্ক করতে দিতে হবে ৩৩০ টাকা এবং বাইকের জন্য দিতে হবে ৫৫ টাকা। এখানে থাকছে একটি ফুড কোর্টের ব্যবস্থাও।
এই পার্কিংয়ের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘এত বড় লেভেলের গাড়ি পার্কিং জোন। রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভেবেছিলাম কোথায় কী করা যায়। এইভাবেই তৈরি হয়েছিল ইকো টুরিজম পার্ক, ওয়াক্স মিউজ়িয়াম, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’। নবান্ন, উত্তীর্ণ, সৌজন্যের পর এবার উদ্বোধন হল সম্পন্নর। কেন এই পার্কিং জোনের নাম সম্পন্ন রাখা হল? সেই কথাও এদিন শোনালেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘একদিকে আলিপুর চিড়িয়াখানা। অন্যদিকে ধনধান্য স্টেডিয়াম নতুন ভাবে আসছে। পিডাব্লুডি কাজগুলি খুব ভাল করেছে। একদিকে ধনধান্য, একদিকে আলিপুর চিড়িয়াখানা, একদিকে আলিপুর মিউজিয়াম, একদিকে উত্তীর্ণ… এই চারটি জায়গা এমনভাবে কানেক্ট করা হয়েছে এই গাড়ি পার্কিংয়ের সঙ্গে। এখানে প্রায় ৪০০ বাস ও গাড়ি পার্ক করা যাবে। এর ফলে রাস্তায় আর গাড়ি রাখতে হবে না। আগামী দিনে এই ছয়তলা কার পার্কিং লেয়ার আরও চারতলা বাড়বে’।
এর পাশাপাশি ধনধান্য স্টেডিয়াম নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘ধন্যধান্য স্টেডিয়ামের শঙ্খের মতো আকারটা আমার করে দেওয়া। আর একটা নতুন স্টেডিয়াম পাবেন বাংলার মানুষ। দুটি গেট করতে দেওয়া হয়েছে’। সেই গেটগুলির কাজ কবে শেষ হবে, তা সেখানে উপস্থিত আধিকারিকদের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। পয়লা বৈশাখের আগে ধনধান্য স্টেডিয়াম যাতে উদ্বোধন করা যায়, সেই বিষয়টির দিকেও নজর রাখতে বলেন তিনি। আলিপুরকে আগামী দিনে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।