বিজেপির ভাঙন! প্রায় পনেরশো কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে তৃণমূলের যোগ দিলেন বিজেপির দাপুটে নেতা সুমিত কাড়ার। এক সময়ের প্রতিদ্বন্দ্বী বিধায়ক সমীর পাঁজার হাত ধরে তৃণমূলে এলেন তিনি। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এমন ঘটনায় কার্যত হাওড়া গ্রামীণ এলাকায় রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে।
গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন সুমিত কাড়ার। প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের সমীর পাঁজা। প্রায় চোদ্দ হাজার ভোটে সমীরবাবুর কাছে হেরে গিয়েছিলেন সুমিত কাড়ার।
রবিবার নিত্য প্রয়োজনীয় জিনিস ও গ্যাসের দাম বেড়ে চলা নিয়ে উদয়নারায়ণপুরে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে সরব হয় তৃণমূল। সেই মঞ্চে তৃণমূলে যোগদান করেন বিজেপির এই দাপুটে নেতা। তৃণমূলে যোগ দেওয়ার পর সুমিত কাড়ার জানান, পুরনো বিবাদ ভুলে তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন। নতুন করে সমস্ত কিছু শুরু করতে চান।