শুভেন্দু অধিকারীর পাড়াতেও পৌঁছনোর তোড়জোড় শুরু হয়ে গেল দিদির দূতদের। বুধবার থেকে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি শুধু পৌঁছে যাওয়াই নয়, তাঁদের বাড়ি রাত্রিযাপন করে সরকারি প্রকল্পের সুবিধা বোঝাবেন তাঁরা। শুনবেন অভাব অভিযোগ। এবং বিরোধী হলেও দিদির দূতকে ভালভাবেই বিজেপি কর্মীরা মেনে নেবেন বলেও আশা জেলা তৃণমূল নেতৃত্বের
শুভেন্দু অধিকারীর পাড়ায় বিজেপি কর্মীদের পাশে পাওয়ার আশা করলেও শুভেন্দু ছিলেন নিশানায়। সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা অভিযোগ করেন, ‘নিজের এলাকায় বহু বেকার যুবক যুবতীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাদেরকে নানাভাবে ভীতি প্রদর্শন করে ঠেকিয়ে রেখেছেন। দিদির দূত পৌঁছলেই তাঁরা অভিযোগ জানাতে পারবেন, সেই ভয়ে আগে থেকে বলছেন দিদির ভূত আসছে। দূত নয়’।
তরুণবাবুর দাবি, এই ক’দিনেই গোটা রাজ্যে সাড়া ফেলেছে মুখ্যমন্ত্রীর নতুন ভাবনা দিদির দূত। বিরোধী দলনেতার পাড়া হলেও কাঁথি তার ব্যতিক্রম হবে না। এখানেও দিদির দূতের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। তাঁরা এলেই নিজেদের অভাব অভিযোগ জানাবেন।