সাম্প্রতিক কালে বারংবার সিপিএম-বিজেপি আঁতাতের প্রমাণ মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তুলেছেন, রাজ্যের তৃণমূল সরকারকে পরাস্ত করতে হাত মিলিয়েছে বাম-রাম। এরই মধ্যে এবার সিপিএম এবং বিজেপি দুই শিবিরকেই একসঙ্গে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যের সাম্প্রতিক বেশ কিছু সমবায় নির্বাচনের পরিপ্রেক্ষিতে কুণাল বলেন, ‘সমবায় কার্যত বিচ্ছিন্নভাবে কয়েকটি বাদ দিয়ে অধিকাংশই জিতছে তৃণমূল। পাল্লা না দিতে পেরে বাম-রাম জোট হয়েছে। বামেরা প্রার্থী দিচ্ছে। বিজেপি দেয়নি। মুখে এক, কাজে আরেক। এছাড়া বিভিন্ন টেকনিক্যাল বিষয় কিছু আছে।’
কুণাল আরও বলেন, ‘ওদের মুখোশ খুলে যাচ্ছে। পঞ্চায়েতেও ওরা চেষ্টা করবে। হাত মিলিয়ে এই চেষ্টা অবশ্য সফল হবে না। সূর্যবাবু সিনিয়র নেতা। কিন্তু তাঁদের দলের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। দলের নীতি কিন্তু দু’মুখো। মুখে বলছেন করা যাবে না। কিন্তু কাজে করছেন। রাজীব গান্ধীর ক্ষতি করতে গিয়ে অটল বিহারীর সঙ্গে মিটিং করেছেন।’ সিপিএমকে তোপ দেগে কুণাল বলেন, ‘বামেদের ভোট কমেছে বলেই বিজেপির ভোট বেড়েছে। কাজের সঙ্গে মুখের কথার কোনও মিল নেই। কোথাও আবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন বামেরা। সিপিএম দু’মুখো নীতিতে চলছে। বিজেপিকে ওদের ভাল লাগতে শুরু করেছে। নীতির প্রশ্ন। তৃণমূল ধর্ম নিরপেক্ষ। বিজেপি কি তাই? সূর্য বাবু কি তাই বলবেন বিজেপি ফ্যাসিবাদী নয়? তার কথাই প্রমাণ করে দিচ্ছে।’