সোমবার থেকে কলকাতায় শুরু হল জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলনের অন্যতম বৈঠক। আর সেই বৈঠকে বক্ৃতা করতে গিয়ে ফের বাম জমানার প্রসঙ্গ তুললেন মমতা। বললেন, “বামপন্থী মতধারার সঙ্গে লড়াই করে আমি এসেছি। আমি দেখেছি (বাম জমানায়) কোনও অর্থনৈতিক বৃদ্ধি ছিল না। গর্ব করে বলতে পারি, আমাদের সময় (তৃণমূল জমানায়) এই জিডিপি ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”
এদিন রাজারহাটের কনভেনশন সেন্টারে দিনভর চলে এই অধিবেশন। অধিবেশনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনের অনুষ্ঠান শুরুর দিকে মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এবং একাধিক দফতরের সচিবেরা। অধিবেশনের সূচনাকালীন বক্তৃতায় মুখ্যমন্ত্রী এ রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের কথা তুলে ধরেন। মমতার কথায় উঠে আসে কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডা-সহ একাধিক প্রকল্পের কথা।
উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ১.২০ কোটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছি। সরকারের তরফে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছি। দুয়ারে সরকার প্রকল্পের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের থেকেও প্রথম পুরস্কার পেয়েছি। গর্ব করে বলতে পারি, আমরা কন্যাশ্রীর জন্য রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেয়েছি। আমরা স্টুডেন্টদের বাইসাইকেল দিচ্ছি। যে সমস্ত মহিলারা কাজ করেন না, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাচ্ছি’।
তৃণমূল জমানায় রাজ্যে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, শুধুমাত্র ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যে এক কোটি কুড়ি লক্ষ কর্মসংস্থান হয়েছে এ রাজ্যে।