কঠোর পদক্ষেপের পথে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে শুরু হল তৎপরতা। রাজ্যের সমস্ত পরীক্ষাকেন্দ্রে অন্তত তিনটি সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে পর্ষদ। নিয়ম মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ফেব্রুয়ারি মাসে দল পাঠানো হবে। পড়ুয়াদের জন্যও চালু করা হয়েছে কড়া নিয়ম। পাশাপাশি, মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সমস্ত স্কুলে সিসিটিভি বসাতে হবে। সিসিটিভি বসাতে হবে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে। পড়ুয়ারা যে পথে ঢুকবে এবং যেখানে প্রশ্নপত্র রাখা হবে, সেখানেও থাকবে সিসিটিভি।
প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পর্ষদের একটি দল পরীক্ষাকেন্দ্র পর্ষবেক্ষণ করবে। দেখা হবে পর্ষদের সমস্ত নিয়ম মানা হচ্ছে কি না। সূত্রের খবর, সিসিটিভি বসানো না হলে পরীক্ষাকেন্দ্র সরিয়ে আনা হতে পারে। এদিকে রাজ্যের বহু স্কুলে সিসিটিভি বসানোর পরিকাঠামো নেই। মাধ্যমিক পরীক্ষার আগে খুব বেশি সময়ও হাতে নেই। ফলে কীভাবে সমস্ত স্কুলকে নজরবন্দি করা হবে, তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অসমর্থিত সূত্রের খবর, এই মুহূর্তে যে সমস্ত স্কুলে পরিকাঠামো নেই, তাদের এ বছর ছাড় দেওয়া হতে পারে। এদিকে শুধুমাত্র সিসিটিভি নয়, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ছবি ঘুরে বেড়ানো রুখতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিয়ম জারি করেছে পর্ষদ। বলা হয়েছে, পুরো পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবে না। আর কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের আগে যদি পরীক্ষাকেন্দ্র ছেড়ে বেরোতে চায়, পরীক্ষকের কাছে প্রশ্নপত্র জমা দিয়ে যেতে হবে তাকে।