দুর্নীতি ও বেকারত্বের মতো দু’টি জ্বলন্ত ইসুকে সামনে রেখে মেঘালয়ে পরিবর্তনের ডাক দিয়ে ৬০ আসনের মধ্যে দলের ৫২ প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। ভোটের দিনক্ষণ সেখানে এখনও ঘোষণা হয়নি। সে অর্থে ভিনরাজ্যে ভোট ঘোষণার আগেই দলের প্রার্থী ঘোষণা এক কথায় নজিরবিহীন। ভোটের মুখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মেঘালয় সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা ভোটেও তারা লড়বে বলে জানিয়েছিল। নিয়মমতো মার্চের মধ্যেই সে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। শুক্রবার তাকে সামনে রেখেই মেঘালয়ে প্রথম দফায় প্রার্থিতালিকা ঘোষণা বঙ্গের শাসকদলের। বাকি ৮টি আসনেও প্রার্থী দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা ও রাজ্য সভাপতি চার্লস পিংরোপ।
প্রথম দফার তালিকায় প্রার্থীদের মধ্যে বর্তমান ৮ বিধায়ক ও ৭ জন এমডিসিকে তেইশের বিধানসভা ভোটে টিকিট দিয়েছে তৃণমূল। বাকিগুলিতে প্রাধান্য দেওয়া হয়েছে স্থানীয় আবেগকে। মেঘালয়ে রাজ্য সরকারের নিচে ডিস্ট্রিক্ট কাউন্সিলও রয়েছে। তাঁদের মধ্যেই ৭ জনকে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে। বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমা তার মধ্যে তাঁর বর্তমান কেন্দ্র সংসাকের পাশাপাশি তিকরিকিল্লা কেন্দ্র থেকেও লড়বেন। মহিলা প্রার্থী রয়েছেন পাঁচজন।