এবার রেললাইনে ফাটলের জেরে হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ব্যাহত হল ট্রেন চলাচল। যার ফলে ভোগান্তির শিকার হতে হল নিত্যযাত্রীদের। শনিবার ৫টা ৫০ মিনিটে তারকেশ্বর-হাওড়া ডাউন ছাড়ে।
ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই দু’টি পাতের মাঝে ফাটল দেখতে পাওয়া যায়। তাতেই হইচই শুরু হয়। খবর পাওয়ামাত্রই তড়িঘড়ি রেলকর্মীরা ঘটনাস্থলে আসেন। শুরু হয় দু’টি পাতের মাঝের ফাটল মেরামতের কাজ। তার ফলে স্বাভাবিকভাবে হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে পরিষেবা ব্যাহত হয়। সাড়ে সাতটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মাঝে ঘণ্টাদুয়েক ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।