একুশের ভোটের পর থেকে গোষ্ঠীকোন্দলে জেরবার গেরুয়া শিবির। বারবারই প্রকাশ্যে চলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে ঠান্ডা যুদ্ধ। এবার যেমন নন্দীগ্রামের শহীদ দিবসকে কেন্দ্র করে তাঁরই দলের নেতা শুভেন্দুকে কটাক্ষ করলেন দিলীপ। প্রাজন রাজ্য বিজেপি সভাপতি শনিবার সকালে বলেন, ‘নন্দীগ্রামে যাঁরা শহীদ হয়েছে তাঁদের কথা ভুলে সবাই নিজেদের কথা নিয়ে ব্যস্ত।
সারা বাংলায় আগেও তো অনেক শহীদ হয়েছে। এখনও হচ্ছে। পাড়ায় পাড়ায় শহীদ দিবস হওয়া উচিত। দড়ি টানাটানি চলছে সেটা নিয়ে। তবে কিছু কিছু দিন রাজনীতির ইস্যু হয়ে যায়। বাংলার রাজনীতিতে এটা কোনও নতুন বিষয় নয়। আগেও হয়েছে, এখনও হচ্ছে।’ তাঁর এই মন্তব্য যে তৃণমূলের পাশাপাশি শুভেন্দুর উদ্দেশেও ছিল তা স্পষ্ট।