ফের রাম-মন্দির বিতর্ক। বিহারের আরজেডি সভাপতি জগদানন্দ সিং -এর মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০২৪ সালের পয়লা জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যাবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই ফের একবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
জগদানন্দ সিং বলেন, ‘ঘৃণার জমিতে রাম মন্দির তৈরি হচ্ছে’। লালুপ্রসাদ যাদবের দলের এই নেতার কথায়, ‘প্রভু শ্রীরামকে চার দেওয়ালে বন্দি করে রাখার চেষ্টা চলছে’। বিহারের এই নেতার কথায় এই রাম উন্মাদদের! ভক্তের প্রভু রাম চার দেওয়ালে বন্দি থাকতে পারেন না বলেই মন্তব্য করেছেন বিহারের এই নেতা।
ত্রিপুরা সফরে গিয়ে রাম মন্দির নির্মাণ শেষের দিন ক্ষণ ঘোষণা করেছেন অমিত শাহ। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, ‘২০১৯ সালে যখন বিজেপি সভাপতি, তখন কংগ্রেসের সভাপতি ছিলেন রাহুল গান্ধী। তিনি বারে বারে প্রশ্ন করতেন কবে রাম মন্দির হবে? রাহুলবাবা, কান খুলে শুনে নিন আমি রামমন্দির তৈরি হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করছি। অযোধ্যার রাম মন্দির ২০২৪ সালের ১ জানুয়ারিতেই তৈরি হয়ে যাবে’।
অমিত শাহের এই ঘোষণার পালটা মুখ খুলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে। তাঁর পালটা কটাক্ষ, ‘অমিত শাহকে রাম মন্দিরের পূজারি বা মহন্ত, যে তিনি দিনক্ষণ ঘোষণা করছেন’। রাজনৈতিক উদ্দেশে ভোটমুখী ত্রিপুরায় গিয়েই শাহ এই ঘোষণা কেরছেন বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।