ভিনধর্মের নাবালিকার পাশে হাঁটার জন্য কর্নাটকের ম্যাঙ্গালুরুর কুক্কে সুব্রামন্যায় তরুণকে মারধরের অভিযোগ। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে হামলা, খুনের চেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত যুবকের ক্ষত-বিক্ষত হয়ে পড়ে থাকা একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আক্রান্তের বিরুদ্ধে পালটা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দায়ের করেছেন নাবালিকার বাবা। সোশ্যাল মিডিয়ায় বছর ২০-র তরুণের সঙ্গে ওই নাবালিকার পরিচয় হয়। ১৭ বছরের ওই নাবালিকা প্রি-ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারের ছাত্রী। বৃহস্পতিবার কুক্কে সুব্রামন্য মন্দিরে ঘুরতে যান দু’জনে। অভিযোগ সেখানেই নীতিপুলিশরা তাঁদের উপর চড়াও হয়। দু’জনে ভিনধর্মের জানতে পারার পরেই শুরু হয় এলোপাথাড়ি মার!
পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম আফিদ। ঘটনার দিন ওই নাবালিকার সঙ্গে কুক্কে সুব্রামন্যায় র কুমারধারা নদীর কাছে তাঁদের ঘুরতে দেখে কয়েকজন তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে।অভিযোগ, দু’জনে ভিন ধর্মের জানতে পারার পরেই ওই যুবককে মারধর শুরু করে ১০-১২ জন যুবক। আবিদ নামে আক্রান্ত ওই যুবককে সুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফিদের অভিযোগের ভিত্তিতে, অজ্ঞাত পরিচয় দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪ (হামলা), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৩৬৫ (অপহরণ ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।