বিশ্বদরবারে ফের চরম লজ্জার মুখে পড়তে চলেছে মোদী সরকার। গত ২০২১ সালের ৫ই মার্চ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারত প্রস্তাব দেয় ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক দানাশস্য বর্ষ’ হিসেবে পালন করা হবে। বিশ্বের ৭২টি দেশ সে প্রস্তাব সমর্থন করেছিল। কিন্তু ভারতই গত দুই বছরে উৎপাদন হার বাড়াতে পারেনি। পরিসংখ্যান বলছে, মাত্র ০.৩ মিলিয়ন টন উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, ২০১১-১২ অর্থ বছরে জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্যর উৎপাদন ছিল ১৮.৬ মিলিয়ন। ২০২০-২১ সালে মোদী আমলে উৎপাদনে নেমে এসেছে ১৭.৯ মিলিয়ন টনে। চলতি বছরে উৎপাদন ১৮.২ মিলিয়ন টন হতে পারে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, গণবণ্টন ব্যবস্থায় জাতীয় খাদ্য সুরক্ষায় রেশনে চাল বা গমের পরিমাণ কমিয়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে। দানাশস্য চাষ বাড়ানোর পথে এগোচ্ছে মোদী সরকার। কিন্তু তেমন আগ্রহ নেই কৃষকদের।