শাশুড়ি হীরাবেন মোদীর শেষকৃত্যে অংশ নিতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনকে। সপ্তাহ পার করে তিনি নিজেই এ ব্যাপারে প্রশ্নের জবাব দিলেন। জানালেন, শাশুড়ির শেযকৃত্যে তাঁর যোগ দেওয়ার ইচ্ছে ছিল। সেই মতো প্রস্তুতও হয়েছিলেন। কিন্তু গুজরাত পুলিশ তাঁকে ‘আটকে’ দিয়েছিল।
বিরাট পুলিশ বাহিনী সকাল-সকাল ঘিরে ফেলেছিল তাঁদের গোটা বাড়ি। যতক্ষণ না প্রধানমন্ত্রী মায়ের শেষকৃত্য সম্পন্ন করছেন, ততক্ষণ সপরিবার নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন তাঁরা। ভদোদরার একটি সংবাদমাধ্যমে যশোদাবেনের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোররাতে প্রয়াত হন হীরাবেন মোদী। সেদিন প্রধানমন্ত্রী মোদীর কলকাতায় আসার কথা থাকলেও সফর বাতিল করে তিনি সকাল সাড়ে সাতটার মধ্যে আমেদাবাদ পৌঁছে যান। তিনি সর্বক্ষণ পরিবারের সঙ্গেই ছিলেন। সকাল ১০টায় গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সকলে হীরাবেনের শেষকৃত্যে থাকলেও সেখানে দেখা যায়নি মোদির স্ত্রী যশোদাবেনকে।
কেন শাশুড়ির শেষযাত্রায় দেখা যায়নি যশোদাবেনকে, সে নিয়ে রাজনৈতিক মহলে উঠেছিল গুঞ্জন। অবশেষে নীরবতা ভাঙলেন মোদী-পত্নী। তবে, শুক্রবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর বা গুজরাত স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।