কলকাতার চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি। তা বেশ বড় বড় করেই লেখা ওয়েবসাইটের বিজ্ঞাপনে। হতাশ চাকরিপ্রার্থীরা।
এক জনপ্রিয় চাকরির ওয়েবসাইটের বিজ্ঞাপন বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, এক ইস্পাত তৈরির সংস্থা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। কলকাতায় চাকরি, সেই অনুযায়ী বেতন কাঠামো ঠিক করা হয়েছে, তার উল্লেখও আছে বিজ্ঞাপনে। অথচ লেখা, আবেদন করতে পারবেন শুধু অবাঙালিরা, বাঙালি হলে আবেদন করা চলবে না। ব্যস, এটুকুই কলকাতার চাকরিপ্রার্থীদের ক্ষুব্ধ হওয়ার পক্ষে যথেষ্ট।
এমনিতেই বাঙালি বিদ্বেষ নিয়ে গেরুয়া শিবিরের বদনাম রয়েছে। বাংলায় থেকেও তাঁরা অবাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত, শাসকদলের তরফে এমন অভিযোগ উঠেছে বহুবার। এই বিজ্ঞাপন ঘিরেও সেই রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন, ‘খুব অন্যায়। বাঙালির ভাবাবেগের উপর আঘাত করা হয়েছে। সংস্থার বিশেষ চাহিদা থাকতেই পারে চাকরিপ্রার্থীর যোগ্যতার জন্য। কিন্তু শুধুমাত্র অবাঙালিই সুযোগ পাবে! বাঙালি যোগ্য নয় আবেদনের জন্য, সেটা হতে পারে না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেসরকারি সংস্থায় একজন বাঙালি ছেলে-মেয়ে চাকরি পাবে না, শুধুমাত্র সে বাঙালি বলে – এটা হতে পারে না’।