শুক্রবার পথ দুর্ঘটনার কবলে পড়লেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধাড়া। এদিন কলকাতায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে পূর্ব বর্ধমান থেকে আসছিলেন তিনি। সেই সময় গুড়াপের কাছে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর কনভয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের রায়না থেকে কলকাতায় আসার সময় হুগলি জেলার গুড়াপে এই পথ দুর্ঘটনা ঘটে। এখানে তৃণমূল বিধায়কের কনভয়ের সামনে একটি ট্র্যাক্টর চলে আসে। সেটাকে পাশ কাটাতে গেলে ট্র্যাক্টর এসে ধাক্কা মারে। আর তখনই বিপত্তি ঘটে। ওই পথ দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পেয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।
পুলিশ সূত্রে খবর, এদিন মহেশ্বরপুর এলাকার রাস্তা দিয়ে বিধায়কের কনভয়-সহ তিনটি গাড়ি পর পর যাচ্ছিল। তখন ওই কনভয়ের সামনে হঠাৎ একটি ট্র্যাক্টর চলে আসে। কনভয়ের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি ধাক্কা মেরে দেয়। এই পরিস্থিতিতে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আমার সামান্য চোট লেগেছে। হঠাৎই কনভয়ের সামনে চলে এসে ধাক্কা মারে ট্র্যাক্টর। তাতে গাড়ির ক্ষতি হয়েছে। পরে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছি।’