গত আগস্টে গুলাম নবি আজাদ দল ছাড়ার পরেই পদত্যাগের হিড়িক দেখা গিয়েছিল জম্মু ও কাশ্মীর কংগ্রেসে। কেন্দ্রশাসিত ওই অঞ্চলের প্রাক্তন মন্ত্রী-সাংসদ-বিধায়কদের অনেকেই নাম লিখিয়েছিলেন নয়া দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’-তে। কিন্তু মোহভঙ্গ হওয়ায় আবার কংগ্রেসে ফিরতে শুরু করেছেন তাঁরা।
চলতি মাসেই জম্মু ও কাশ্মীরে পৌঁছবে রাহুল গান্ধীর ‘ভারত জোড় যাত্রা’। তার আগে শুক্রবার কংগ্রেসে ফিরেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ-সহ একঝাঁক নেতা। পিরজাদা মহম্মদ সঈদ, মুজফ্ফর পেরারে, বলবান সিংহের মতো প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীরাও রয়েছেন এই দলে। দলত্যাগীদের কংগ্রেসে ফিরিয়ে এনে এআইসিসির পর্যবেক্ষক জয়রাম রমেশ বলেন, ‘‘আজ জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের কাছে এক ঐতিহাসিক দিন।’ তবে শুক্রবার কংগ্রেসে যোগ দেওয়া নেতাদের কয়েক জনকে আগেই বহিষ্কার করেছিল আজাদ শিবির।
রাহুল গান্ধীকে তুলোধনা করে গত আগস্টে কংগ্রেস ছেড়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজাদ। অনুগামীদের নিয়ে তৈরি করেছিলেন ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’। সম্প্রতি একাধিক খবরে দাবি করা হয়, আজাদের কংগ্রেসে ফেরার রাস্তা তৈরি হচ্ছে। চলছে আলোচনা। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ প্রতাপ সিংহ, ভূপেন্দ্র সিংহ হুডা এবং অম্বিকা সোনির মতো প্রবীণ নেতাদের। কংগ্রেসে গান্ধী পরিবারের নিরঙ্কুশ কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম মুখ ছিলেন আজাদ। অখিলেশ এবং ভূপেন্দ্রও ছিলেন জি-২৩-এ।