এবার বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনাকে অন্যায় বলেও মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে সঙ্গত বলে দাবি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, ‘বন্দে ভারতে বেশি ভাড়া নিচ্ছে আর ট্রেন চলবে বামনহাট-আলিপুরদুয়ার জংশনের মতো, মানুষের ক্ষোভ তো হবেই।’ মমতার মন্ত্রীর কথায়, ‘বলা হচ্ছে বন্দে ভারতের গতি নাকি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। তাহলে কোন অঙ্কে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ৬০০ কিলোমিটার আসতে আট ঘণ্টা সময় লাগে?’ উদয়নের কথায়, এ হল নামতা-ভোলা ট্রেন। এই ট্রেনে চড়লে নামতা ভুলে যাবেন।
প্রসঙ্গত, কলকাতা থেকে জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার-কার শতাব্দী এক্সপ্রেস রয়েছে। সেটিও বর্তমান বন্দে ভারতের মতো প্রায় একই সময় নেয় শিয়ালদহ থেকে জলপাইগুড়ি পৌঁছতে। কিন্তু শতাব্দীর ভাড়া ১৬৫০ টাকা, আর বন্দে ভারতের ভাড়া ২৫০০ টাকা। উদয়নের প্রশ্ন, কত জন সাধারণ মানুষ আড়াই হাজার টাকা দিয়ে কলকাতা থেকে জলপাইগুড়ি যান? সাধারণের সুবিধা না করে স্রেফ দেখনদারি চলছে। মমতার মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি চাইবেন বন্দে ভারতকে কোচবিহার, আলিপুরদুয়ার পর্যন্ত আনা হোক? জবাবে মন্ত্রী জানিয়ে দেন, তিনি চান না। কারণ পদাতিক আছে, আরও অন্য ট্রেন আছে। খামোকা মানুষ বেশি পয়সা দেবেন কেন?
