ব্যাঙ্ক ভেঙে পড়লে তাদের গচ্ছিত টাকার কী হবে? সাম্প্রতিক কালে অনেক ব্যাঙ্কের গ্রাহকের মনেই এই প্রশ্নের উদয় হয়েছে। কারণ নিয়ম অনুসারে, আপনার অ্যাকাউন্ট আছে এমন কোনও ব্যাঙ্ক যদি ডুবে যায়, তাহলে আপনি ৫ লক্ষ টাকা অবধি পাবেন। অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার টাকা জমা আছে সেটি যদি ডুবে যায়, তাহলে অ্যাকাউন্টে জমা থাকা পরিমাণ পাঁচ লক্ষ টাকার বেশি হলেও আপনি পাঁচ লক্ষ টাকাই ফেরত পাবেন। ক্ষেত্রে আপনি পাবেন মাত্র ৫ লক্ষ টাকা। সরকার ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) অ্যাক্টের অধীনে ৫ লক্ষ পর্যন্ত গ্যারান্টি দেয়।
তবে এখন ক্ষতিতে চলা ব্যাঙ্কগুলিকে একটি বড় ব্যাঙ্কে সংযুক্তিকরণ করা হচ্ছে৷ এরপরেও যদি কোনো ব্যাঙ্ক ডুবে যায় তাহলে ডিআইসিজিসি সমস্ত অ্যাকাউন্টধারীদের অর্থ প্রদানের জন্য দায়বদ্ধ থাকে৷ ডিআইসিজিসি এই পরিমাণ গ্যারান্টি দেওয়ার বিনিময়ে ব্যাঙ্ক থেকে প্রিমিয়াম নেয়। আরবিআই-এর নিয়ম অনুসারে, ব্যাঙ্কগুলি ডুবে গেলে এআইডি-তে যোগ দেওয়ার ৪৫ দিনের মধ্যে সমস্ত গ্রাহকদের আমানত এবং ঋণের তথ্য দিতে হবে। এর পরে, ডিআইসিজিসিকে ৯০ দিনের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। অগস্ট ২০২২ নতুন আপডেট অনুসারে ডিআইসিজিসি দেশে মোট ২,০৩৫টি ব্যাঙ্কের বিমা করে। এছাড়াও, আপনি যদি জানতে চান যে আপনার ব্যাঙ্ক বিমাকৃত ব্যাঙ্কের আওতায় পরেন কি না, তাহলে আপনি https://www.dicgc.org.in/FD_ListOfInsuredBanks.html-এ গিয়ে তার তথ্য পেতে পারেন।
