বেশ কিছুদিন ধরেই চীনে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশে মিলেছে বিএফ-৭ ভ্যারিয়েন্টের হদিশ। এবার এ রাজ্যেও থাবা বসাল করোনা এই সাব-ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে চারজনের শরীরে ওই সাব-ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল। তাঁরা প্রত্যেকেই আমেরিকা থেকে ফিরেছিলেন। তবে ওই চারজনই সুস্থ হয়ে উঠেছেন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যে চারজনের শরীরে বিএফ৭ সাব-ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে, তাঁদের চারজনই গত ডিসেম্বরে আমেরিকা থেকে কলকাতায় এসেছিলেন। প্রাথমিকভাবে সকলের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তাতেই জানা যায় যে ওই চারজনের শরীরে থাবা বসিয়েছে করোনাভাইরাসের ওমিক্রন বিএফ ৭ সাব-ভ্যারিয়েন্ট। তাঁদের মধ্যে তিনজন আবার একই পরিবারের সদস্য ছিলেন।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই চারজন প্রথম থেকেই বাড়িতে আইসোলেশনে ছিলেন। বেশি মানুষের সংস্পর্শে আসেননি। ফলে স্বভাবতই তাঁদের সংস্পর্শে এসে কারও ওমিক্রন বিএফ ৭ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই। এখন তাঁরা সেরেও উঠেছেন। বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, আমেরিকা থেকে আগত চারজনের শরীরে ওমিক্রন বিএফ ৭ সাব-ভ্যারিয়েন্টের হদিশ মিললেও আতঙ্কের কিছু নেই। কারণ এখনও রাজ্যে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দু’অঙ্কের ঘরে পৌঁছায়নি। যদি ওই চারজনের সংস্পর্শে এসে অনেকে করোনায় আক্রান্ত হতেন, তাহলে সেই সংখ্যাটা বাড়ত। করোনার গ্রাফ উঠত। কিন্তু রাজ্যের করোনা গ্রাফে সেরকম কোনও ছবি ধরা পড়েনি।
