রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো এবং ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকা নিয়ে ফের সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, কেন্দ্র শুধু রাজনৈতিক কারণে রাজ্যে আলাদা আলাদা দল পাঠাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক কারণেই আটকে রাখা হচ্ছে বাংলার ১০০ দিনের কাজের টাকা।
আসলে আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল। তাঁরা মালদহ ও পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন। নবান্ন সূত্রে খবর, মোট ছ’জন থাকছেন প্রতিনিধি দলে। তিনজন করে দু’টি টিমে ভাগ হয়ে তাঁরা যাবেন দুই জেলায়। কারণে অকারণে কেন্দ্রের এই দল পাঠানো নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সরাসরি কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ‘পলিটিক্যাল কারণে মাঝেমাঝেই এ টিম, বি টিম, সি টিম, এ টু জেড টিম পাঠাচ্ছে। আর কত টিম পাঠাবেন। একটা পটকা থাকলে চলে আসছে এ টিম, কারও ঘরে টাকা থাকলে, নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি টিম’।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য ১০০ দিনের কাজে ১ নম্বর হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যে ‘ভুয়ো জব কার্ড’ নিয়ে কেন্দ্র যে অভিযোগ করেছে, সেটাও খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলছেন, ‘১০০ দিনের টাকা দিচ্ছে না। গরিব মানুষ কাজ করেছে। দীর্ঘদিন তাঁদের টাকা বাকি আছে। ভাববেন না দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি তুলে নিয়ে যায়। এখন একটাই ট্যাক্স। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে একটাই ট্যাক্স। সেই জিএসটির টাকাও আমরা পাচ্ছি না। বাংলা ১ নম্বর হওয়া সত্ত্বেও কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। আর কতবার করে এক কথা বলতে হবে? কবার করে বলব’?