তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আর মোদী সরকারের উপর ভরসা নয়! একশো দিনের প্রকল্পে প্রান্তিক মানুষকে কাজ দিতে উদ্যোগী হল খোদ নবান্ন। জেলায় জেলায় রাজ্য স্বাস্থ্যদফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন মনরেগা-র ‘জব কার্ড হোল্ডার’রা। অর্থাৎ কেন্দ্রের গড়িমসির জন্য যাঁরা কাজ পাচ্ছেন না, রাজ্যের প্রকল্প থেকেই অর্থ উপার্জন করার পথ খুলে গেল তাঁদের সামনে।
উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে যে একশো দিনে যুক্তদের আয়ের ধারা বজায় রাখতে সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হোক। বিজ্ঞপ্তি পেয়ে সব জেলাই পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখে তালিকা তৈরি করতে শুরু করেছে। বস্তুত, একশো দিনের প্রকল্পের বিপুল টাকা বকেয়া। সেই টাকা নিয়ে একাধিকবার সরব হয়েছে নবান্ন। উঠেছে বিতর্কের ঝড়ও। বুধবারই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেন্দ্রকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘ওইসব পলিটিক্স না করে আগে একশো দিনের টাকা দিক কেন্দ্র।’’ মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরই নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্যদফতর।
