৬৮ বছরে পা দিলেন তিনি। বিভিন্ন নথি অনুযায়ী, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। যদিও পরিবার ও ঘনিষ্ঠ বৃত্তের খবর, মমতার জন্ম অষ্টমী তিথিতে। তবে আমজনতা এই দিনেই তাঁর জন্মদিন পালন করে থাকেন। আসে অজস্র শুভেচ্ছাবার্তা। এদিন দলের পাশাপাশি অন্যান্য রাজ্য, জাতীয় স্তরের নেতা নেত্রীরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন মমতাকে। সেই তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী মোদী এদিন দুপুরে টুইটারে লেখেন, “মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।”শাসকদলের নেতা-মন্ত্রীদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরা। একইসঙ্গে দেশের বহু রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় স্তরের বহুনেতাও মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি, প্রিয় দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিশেষ উপহার পাঠালেন তাঁর প্রিয় ভাই তথা ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেলু মোদকের তৈরি বিশেষ মিষ্টির থালি গেল মুখ্যমন্ত্রীর বাড়িতে। তাতে আকাশি রঙ দিয়ে লেখা – ‘শুভ জন্মদিন’। আর খয়েরি রঙে লেখা – ‘প্রিয় দিদি, ইতি সৌরভ’। মিষ্টির থালিতে রয়েছে বড় আকারের একটি সন্দেশ মিষ্টি। আর তার মধ্যে অজস্র বাদাম দিয়ে সূক্ষ্ম কাজ করা। চারপাশেও ছোট ছোট সন্দেশ দিয়ে ভরা থালি। সন্ধেবেলা কালীঘাটের বাড়িতে পৌঁছল সেই মিষ্টি। তা পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। মা কামাখ্যা আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুক।” পাশাপাশি, মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ। এছাড়াও, কংগ্রেস সাংসদ অমল কোলহে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, এনসিপি প্রধান শরদ পাওয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে।