পরপর ২ দিন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। এই নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি। এর মধ্যেই রেলের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, পাথর বিহারে ছোঁড়া হয়েছে। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার সময় এই নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিহারের পাথরে আমাদের বদনাম কেন’?
বন্দে ভারত নিয়ে ভুল প্রচার করায় বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে বিষয়টি প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ় দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিহারে বিজেপি নেই বলে তারা পাবে না কেন?’
মমতা বলেছেন, ‘বন্দে ভারত কী? পুরোনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো রেক এখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া।’ তিনি আরও বলেন, ‘বাংলার নাম করে বদনাম করা যাদের কাজ, তাদের আমি তীব্র নিন্দা করছি। সংবাদমাধ্যমকে বলব, ফেক নিউজ় করা বন্ধ করুন।’