বিগত কয়েকবছর ধরে লাগাতার ভূমিধস চলছেই। আর তার জেরেই বড়সড় বিপর্যয়ের সম্মুখীন উত্তরাখণ্ডের যোশীমঠ। সেখানে কমপক্ষে ৫৬১টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। রাতারাতি বসে যাচ্ছে মাটি। ফলে যে কোনও মুহূর্তে এলাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। যোশীমঠ এলাকার প্রায় ৬৬টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস ধরে লাগাতার ভূমিধস নেমে এসেছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায়। এছাড়াও পাহাড় কেটে একাধিক রাস্তা তৈরির জন্যও মাটি ক্ষয় হয়েছে। আলগা হয়ে গিয়েছে মাটি। সে কারণেই বারবার ধস নেমেছে, হড়পা বান এসেছে। পরিবেশবিদদের একাধিক সতর্কতা সত্ত্বেও প্রশাসনের তরফে সঠিকভাবে কোনও নজরদারি চালানো হয়নি বলেই এই বিপর্যয় নেমে এসেছে। এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
