বৃহস্পতিবার রেলের তরফে আনা সিসিটিভি ফুটেজেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এনজেপি যাওয়ার পথে বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটেছে বাংলা-বিহার সীমানা কিংবা ট্রেনটি যখন বিহারে ঢুকে গিয়েছে, তখন। আর তারপরই এবার মিথ্যা অপপ্রচারের জন্য শুভেন্দু অধিকারীকে নিশানা করল তৃণমূল। ‘শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলার মাস্টার!’ ঠিক এই ভাষাতেই বিরোধী দলনেতাজে টুইটে আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিহারের একটি ভিডিয়োকে এ রাজ্যের বলে চালানোর চেষ্টা করছেন। বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে রেল। এই ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। অপরাধীদের ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। খুব শীঘ্রই তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরই সরব হন কুণাল। তিনি টুইটে লেখেন, ‘শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলার মাস্টার। বন্দে ভারতে পাথর ছোড়ার একটি ভুয়ো ভিডিয়ো শেয়ার করে অপপ্রচার চালাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ওই ভিডিয়ো বিহারের, বাংলার নয়।’ একইসঙ্গে কুণাল লেখেন, ‘আমরা গুণ্ডাগিরি পছন্দ করি না। সমর্থনও করি না। কিন্তু, বিজেপি আবারও মিথ্যা অভিযোগ তুলে বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে।’
