ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল দেশের রাজধানী শহর। এর আগে নতুন বছরের প্রথম দিনে গাড়ির নিচে পা ও পোশাক আটকে যায় অঞ্জলি সিংহ নামক এক তরুণীর। যার পরে ১৩ কিলোমিটার রাস্তা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। পরে পুলিশ অঞ্জলির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে। এবার জানা গেল, উৎসবের রাতে একইরকম ঘটনায় নয়ডায় মৃত্যু হয়েছে এক সুইগি ডেলিভারি এজেন্ট যুবকের। তাঁর স্কুটারে ধাক্কা মারার পর তাঁকে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে টেনে নিয়ে যায় ঘাতক গাড়ি। মৃত্যু হয় যুবকের। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি গাড়ি চালকের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুইগি ডেলিভারি এজেন্ট কুশলের।
প্রসঙ্গত, বর্ষবরণের রাতে গ্রাহককে খাবার পৌঁছে দিতে বেরিয়ে ছিলেন তিনি। দুর্ঘটনা ঘটে নয়ডার সেক্টর ১৪-তে, উড়ালপুলের কাছে। জানা গিয়েছে, কুশল স্কুটিতে করে যাচ্ছিলেন। তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। এরপর কুশলকে ৫০০ মিটার দূরের মন্দিরের কাছ অবধি ঘষটাতে ঘষটাতে নিয়ে যায় গাড়িটি। সেখানে থামালেও মৃতদেহ দেখার পরে গাড়ি নিয়ে পালায় চালক। এরপর কুশলের ভাই রাত একটা নাগাদ ফোন করলে এক পথচারী ফোন ধরে এবং দুর্ঘটনার কথা জানায়। কুশলের ভাই থানায় অভিযোগ করলে পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে নামেন। অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হচ্ছে। দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হবে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
