এবার সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান। বললেন, পার্থের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা দাঁড় করাতে চক্রান্ত করছে সিবিআই। পার্থ-সহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। আদালতে আরও এক বার পার্থের জামিনের পক্ষে সওয়াল করেন আইনজীবী। অন্য দিকে, নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্যপ্রমাণ দাখিল করে সিবিআই আদালতে দাবি করে যে, এজেন্টদের মাধ্যমে বহু অযোগ্য চাকরিপ্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার ‘প্রমাণ’ মিলেছে। একই সঙ্গে অভিযুক্তদের জামিনের বিরোধিতাও করেন সিবিআইয়ের আইনজীবী। সব পক্ষের বক্তব্য শুনে আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত অভিযুক্ত ৭ জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক।
পাশাপাশি পার্থের আইনজীবী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশ, তদন্ত শুরু হলেও আদালত কোথাও রাজ্যের তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করার কথা বলেনি। কিন্তু সিবিআই তা সত্ত্বেও রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে বিনা কারণে তাঁকে ১১২ দিন আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। সিবিআই একই অভিযোগ তুলে মন্ত্রীর জামিন আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। ‘‘এত দিনেও আমার মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি সিবিআই। শুধু বলা হচ্ছে উনি বৃহত্তর ষড়যন্ত্রে শামিল। কিন্তু সেটা ঠিক কী, তা এখনও প্রমাণ করতে পারলেন না তাঁরা (সিবিআইয়ের আইনজীবীরা)”, জানান সেলিম রহমান।