তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির বানারহাটে। ওই পঞ্চায়েত সদস্যার নাম সীমা দাস। সাঁকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকার বাসিন্দা তিনি। বুধবার সকালে নিজের ঘরেই তাঁর দেহ মেলে।
খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে। হাসিখুশি স্বভাবের মানুষ ছিলেন তিনি। তাঁর এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, গত কয়েকদিনে ওঁর চালচলনে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কাজেই সেই পঞ্চায়েত সদস্য কেন এমন ঘটনা ঘটাল সেই নিয়ে দ্বন্দ্বে সবাই।
তবে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ জানান, স্থানীয়দের কাছে তিনি শুনেছেন, দিনকয়েক আগে তাঁর মেয়ের বিয়ে হয়েছে। তখন বেশ কিছু টাকা ঋণ নিতে হয়েছিল। তাই নিয়ে মানসিকভাবে একটু অবসন্ন ছিলেন। তবে এর থেকেই এমন কাণ্ড কি না তা অবশ্য কিছু জানাতে পারেননি তিনি। বলেন, “পুলিশের তদন্তে সত্য নিশ্চই সামনে আসবে।”