সাগরের স্থানীয় নির্বাচনকে ঘিরে শত্রুতার বশে গাড়ির তলায় এক ব্যক্তিকে পিষে মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর তারপরই বিজেপি নেতা মিসরিচাঁদ গুপ্তার হোটেল গুঁড়িয়ে দেওয়া হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাগরে।
জানা গিয়েছে, ওই খুনের ঘটনায় যে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে রয়েছেন মিসরিচাঁদও। এরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। এমনকী হাইওয়ে অবরোধও করা হয়। দাবি, বিজেপি নেতার হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এমনকী মাঝরাস্তায় মৃতদেহ নিয়েই বিক্ষোভ দেখায় গ্রামবাসী।
জানা গিয়েছে, ঘটনার দিন আক্রান্ত ব্যক্তি জগদীশ যাদব (৩০) একটি দুগ্ধ খামার থেকে ফিরছিলেন। এই সময়ই অভিযুক্ত বিজেপি নেতার সঙ্গে তাঁর ঝামেলা লাগে। তাঁদের মধ্যে পুরনো শত্রুতা ছিল। পরিস্থিতি ক্রমে আরও উত্তপ্ত হলে অভিযুক্ত জগদীশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ছড়িয়ে পড়ে ঘটনার সিসিটিভি ফুটেজ।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জগদীশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে দল থেকে নির্বাসিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।