তিনি স্পষ্টভাষী। বারবার তাঁর করা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তারপরেও নিজের কথার রাখঢাক করেন না বর্ষীয়ান অভিনেত্রী রত্না পাঠক শাহ। এই একই কথা খাটে রত্নার স্বামী তথা জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ-র ক্ষেত্রেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রত্নাকে বলতে শোনা গেল, তাঁর ভয় হয় এর ফলে ভবিষ্যতে যেন তাঁকে সমস্যায় না পড়তে হয়। অভিনেত্রী এ-ও জানান,যে এখন তিনি কথা বলার সময় একটু ‘বুদ্ধি করে ভেবে’ বলেন। এমনকী স্বামীকেও সেটাই করার পরামর্শ দেন। সঙ্গে জানান ‘আজকালকার আবহাওয়া’ দেখে একটু ভয়ই পান।
সিদ্ধার্থ কাননের সঙ্গে সাক্ষাৎকারে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রত্নাকে যে তিনি কি কখনও নাসিরুদ্দিন শাহকে তার মনের কথা প্রকাশ করা থেকে বিরত করেন। তাতে অভিনেত্রী জবাব দেন, ‘হ্যাঁ বলতে হয়। কেন না আজকের সময়ে যে কেউ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে পাথর ছুঁড়ে মারতে। আর তাছাড়া কাজও তো আজকাল পেতে খুব সমস্যা হচ্ছে।’ রত্না নিজের কথার সঙ্গে যোগ করেন, ‘ভয় তো লাগেই। কিন্তু দুনিয়ায় কী ভুল হচ্ছে সেটা যদি কেউ আঙুল দিয়ে না দেখায় তাহলেও তো মুশকিল। কীভাবেই বা তাহলে উন্নতি হবে।’
